বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামের আগ্রাবাদে সড়ক অবরোধ

চট্রগ্রমি প্রতিনিধিঃ মহামারী করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ঘরবন্দি সাধারণ মানুষ চরম দুঃখ কষ্টে পড়ে বিক্ষুব্ধ হয়ে উঠৈছে।
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামের আগ্রাবাদে একটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সড়ক অবরোধ করেছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে ফ্রাংক গ্রুপের পোশাক কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন।
জানা গেছে, ফ্রাংক গ্রুপের একটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক মিলে এ সড়ক অবরোধ করেন। করোনাভাইরাসের কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে ওই কারখানাও বন্ধ করে দেয়া হয়। তবে গত মাসের বেতন না পাওয়ায় ও ত্রাণের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদীপ দাশ বলেন, ‘শতাধিক শ্রমিক রাস্তায় অবস্থান নেয়। তারা বেতনের দাবিতে মিছিল করে। দ্রুত এ বিষয়ে মালিকপক্ষের সাথে যোগাযোগ করা হয়। তারা আগামী ২৮ এপ্রিল বেতন-ভাতা প্রদান করার অঙ্গীকার করে। পরে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেয়া হয়।চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর) আবু বকর সিদ্দিক বলেন, ‘ফ্রাংক গ্রুপের একটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ত্রাণের দাবিতে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার সেন্টমার্টিন হোটেলের সামনে প্রধান সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ