বগুড়ায় সরকারী বেসরকারী হাসপাতালে এমপি সিরাজ এর সাতশ’ পিপিই প্রদান

ষ্টাফ রিপোর্টারঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলা বিএনপি’র আহবায়ক ও বগুড়া -৬ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ এর পক্ষে রবিবার সকালে বগুড়া সদর স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশুর নিকট বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্র সরকারী মোহাম্মাদ আলী হাসপাতালসহ বগুড়া সদর, ধনুট ও শেরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন কমিউনিটি ক্লিনিক এর চিকিৎসক, নার্স ও সেবাদানকারীদের জন্য পিপিই প্রদান করেন ড্যাব বগুড়া জেলা শাখার আহবায়ক অধ্যাপক ডাক্তার শাহ মোঃ শাহাজাহান আলী।

এসময় উপস্থিত ছিলেন ড্যাব শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার আহবায়ক অধ্যাপক ডাক্তার আজফারুল হাবিব রোজ, ধনুট উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হাসিব, শেরপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল কাদের, এমপির পিএস আব্দুল আজিজ, সাইদুল ইসলাম প্রমুখ। পিপিই প্রদানকালে সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজের পক্ষ থেকে ড্যাব আহবায়ক ডাক্তার শাহ মোঃ শাহাজাহান আলী বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্রে ৫০০ পিপিই দেয়ার ঘোষনা দেন গোলাম মোঃ সিরাজ। আগে প্রথম ধাপে ৩০০ পিপিই প্রদান করা হয়েছে আজ ২০০ পিপিই প্রদান করা হলো। বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্র সরকারী মোহাম্মাদ আলী হাসপাতালসহ বগুড়া সদর, ধনুট ও শেরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন কমিউনিটি ক্লিনিক এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারী কিছু হাসপাতাল ও ক্লিনিক এর চিকিৎসক, নার্স ও সেবাদানকারীদের জন্য ৭০০ শত পিপিই প্রদান করা হলো।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ