করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়াল

বগুড়া নিউজ ২৪ঃ সারা বিশ্বে মহামারী করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২৫ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর এ ভাইরাসটিতে এ পর্যন্ত ১ লাখ ৭১৫০৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাড়ে ৬ লাখের বেশি মানুষ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের ১৮৫টি দেশে করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে। সর্বোচ্চ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রে মঙ্গলবার পর্যন্ত মোট আক্রান্ত হয় ৭ লাখ ৮৭ হাজার ৯৬০, মারা গেছেন ৪২ হাজার ৩৬৪ জন।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঘটে। এরপর প্রায় তিন মাসে গত ১৫ এপ্রিল বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়ায় যায়। এর মাত্র ছয় দিনের মধ্যেই আরও পাঁচ লাখ আক্রান্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়াল

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ