পীরগঞ্জে কর্মহীন ও প্রতিবন্ধীর মাঝে ত্রাণ বিতরণ করল সেনাবাহিনী

বগুড়া নিউজ ২৪ঃ ঠাকুরগাঁওয়ের করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রতিবন্ধী, কর্মহীন সাধারণ মানুষে মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার দুপুরে উপরজলার বিভিন্ন স্থানে প্রায় শতাধিক প্রতিবন্ধী, কর্মহীন সাধারণ মানুষের মাঝে ৬ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ৫’শ গ্রাম তৈল, ৫’শ গ্রাম লবণ ও ২৫০ গ্রাম সুজি বিতরণ করেন ক্যাপ্টেন শাফী।

সৈয়দপুর ক্যান্টনমেন্টের ২২২ পদাতিক ব্রিগেডের ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দি বেবী টাইগার্স এর অধিনায়ক লে. কর্নেল বখতিয়ারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।

করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ যেন সবসময় মাস্ক পরিধান করে, সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মসহ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

এছাড়াও লকডাউন যেন সঠিকভাবে কার্যকর করার লক্ষ্যে ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সকল সৈনিকগণ নিরলসভাবে কাজ যাচ্ছে।

সেনাবাহিনীর সুশৃঙ্খলতার সাথে ত্রাণ পেয়ে সুবিধাভোগীরা অনেক খুশি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ