গাবতলীতে কুডিয়ে পাওয়া শিশুটিকে পুলিশ রাজশাহী ছোট্ট মনি নিবাসে পাঠিয়েছে

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়র গাবতলীতে খড়ের গাদার উপর পাওয়া গেলো দু’দিন বয়সের এক পুত্র সন্তানকে। উপজেলার কাগইল ইউনিয়ন থেকে বৃহস্পতিবার থানা পুলিশ ওই নবজাতককে উদ্ধার করে। জানা গেছে, গত বুধবার দিনগত রাতে কাগইলে কাগইলে কে-বা কারা রাস্তার পাশে এশটি খড়ের গাদার উপর শিশুটিকে ফেলে রেখে যায়। স্থানীয়রা শিশুটির কান্না শুনে শিশুটিকে উদ্ধার করে ওই গ্রামের রেশমা বেগমের নিটক রাত্রী যাপনের জন্য রাখা হয়। পরে থানা পুলিশকে খবর দিয়ে বৃহস্পতিবার দুপুরে থানার এসআই আইয়ুব আলী ও এএসআই রোজিনা সঙ্গীয় ফোর্সসহ শিশুটিকে বেলা ৩টায় উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা পৌনে ৪টায় গাবতলী থানায় পৌঁছিলে তিনি স্থানীয় সাংবাদিকদের জানান, যেহেতু শিশুটি উদ্ধার হওয়ার পরও এখনও কোন ব্যক্তি শিশুটির কোন সন্ধান করেনি সে কারনে শিশু বেওয়ারিশ হিসাবে তাকে গাবতলী সমাজসেবা অফিসের মাধ্যমে রাজশাহী ছোট্ট মনি নিবাসে পাঠানো হবে।
পুলিশ সুপার আরও বলেন ইতিমধ্যে শিশুটিকে নেয়ার জন্য অনেকে ফোন করেছেন। তারপরও বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে তাকে রাজশাহীতেই পাঠানো হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ