নাটোরে প্রায় ৩০ কোটি টাকার বোরো ধান নষ্ট: পলক

নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকার প্রায় ৩০ কোটি টাকার বোরো ধান শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বলে শনিবার জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ‘ফসল নষ্ট হওয়ায় এ অঞ্চলের অন্তত ২ হাজার কৃষক সর্বশান্ত হয়ে পড়েছেন।’

দুপুরে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে কৃষকদের মাঝে ঢেউ টিন ও নগদ সহায়তা প্রদানকালে এসব কথা জানান প্রতিমন্ত্রী।

পরে মাঠে নেমে নিজেই কৃষকদের ধান কেটে তাদের উৎসাহিত করেন এবং ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরি করে প্রণোদনাসহ সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। এসময় সর্বস্ব হারানো কৃষকরা ভবিষ্যত চিন্তায় কান্নায় ভেঙে পড়েন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল সিংড়া উপজেলার ছাতারদিঘী, রামানন্দ খাজুরা ও সুকাশ ইউনিয়নের প্রায় ২ হাজার ৯০০ হেক্টর জমির বোরো ধান শিলাবৃষ্টিতে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আংশিক ক্ষতিগ্রস্থ হয় আরও অনেক জমি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ