বগুড়ায় একদিনে ১০৮ জনের নমুনা সংগ্রহ

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় করোনাভাইরাসের রোগী পাওয়া গেছে এ পর্যন্ত ১৪ জন ।  ১০৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে করোনা আছে কিনা তা পরীক্ষার জন্য  । এই নমুনা গুলো বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হবে।  বগুড়া জেলা সিভিল সার্জন অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও শফিক আমিন কাজল জানান, এই আইসোলেশন কেন্দ্রে মোট রোগী আছে ৮ জন। এরমধ্যে ৭ জন করোনায় আক্রান্ত। বাকি একজনের উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, একজন রোগী এসেছে জয়পুরহাট জেলার আক্কেলপুরের জামালগঞ্জ এলাকা থেকে। তার চিকিৎসা চলছে। আর বাকি ৭জন করোনা রুগী নিজ নিজ উপজেলায় চিকিৎসাধীন। কারো কারো উপসর্গ না থাকায় নিজ বাড়িতে সঙ্গনিরোধ করে রাখা হয়েছে। সেখানে উপজেলা হাসপাতাল থেকে তাদেরকে সকল প্রকার চিকিৎসার জন্য সহযোগিতা করা হয়েছে।

বগুড়ার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানানো হয়েছে, শুক্রবার বগুড়ায় কোন নমুনা সংগ্রহ করা হয়নি। শনিবার সিভিল সার্জন অফিসের মাধ্যমে ১০৪ এবং হাসপাতাল থেকে আরও ৪ জন নিয়ে মোট ১০৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। জেলার ধুনট ১ জন, সোনাতলা ২ জন, বগুড়া সদর ১জন, আদমদিঘি ২ জন, সারিয়াকান্দি ৩জন, গাবতলী ১ জন, দুপচাঁচিয়া ১ জন, শিবগঞ্জ ১জন, নন্দীগ্রাম ১জন ও শাজাহানপুর উপজেলায় ১জন করে করোনায় আক্রান্ত রোগী আছে। ওই সব ব্যক্তিরা ঢাকাসহ বাইরের বিভিন্ন জেলা থেকে সম্প্রতি বাড়ী ফিরেছেন। এরপর টেস্ট করার পর তাদের করোনাভাইরাস পাওয়া যায়। 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ