মুম্বাইয়ের ভারসোভায় চিরনিদ্রায় শায়িত ইরফান খান

বগুড়া নিউজ ২৪ঃ চিরনিদ্রায় শায়িত হলেন বলিউড অভিনেতা ইরফান খান। আজ বিকেলে মুম্বাইয়ের ভারসোভা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

করোনাভাইরাসের কারণে ভারতে এখন লকডাউন চলছে। তাই দূরের কেউ এই অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে পারেননি। ইরফানের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুর খবর ঘোষণার কিছুক্ষণ পর বিকেল ৩টার দিকে ইরফান খানকে দাফন করা হয়। এই সময় পরিবারের সদস্য, নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

এর আগে হাসপাতালে পরিবারের সদস্যদের সঙ্গে বলিউডে ইরফানের কয়েকজন সহকর্মীকে দেখা যায়। নির্মাতা বিশাল ভরদ্বাজ, যিনি এই অভিনেতার মকবুল, হায়দার এবং ৭খুন মাফ সিনেমা পরিচালনা করেছেন তিনিও ছিলেন। এছাড়া ইরফানের পান সিং তোমার সিনেমার পরিচালক টিমাংশু ধুলিয়াকেও দেখা গেছে। আরো ছিলেন এই অভিনেতার ২০১৮ সালে মুক্তি পাওয়া ব্ল্যাকমেইল সিনেমার পরিচালক অভিনয় দেও।

নিউরোন্ডোক্রেইন রোগে ভুগছিলেন ইরফান খান। ২০১৮ সালে প্রথম এই রোগে আক্রান্ত হওয়ার খবর জানান তিনি। কোলন ইনফেকশনের কারণে সম্প্রতি তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার (২৯ এপ্রিল) সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরণ্যে এই অভিনেতা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ