বগুড়ায় আইসোলেশনে আরো এক বক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার:বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে করোনা উপসর্গ নিয়ে আব্দুল হান্নান (৪৫) নামে এক বক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মৃত্যুর পর তার মৃতদেহ আইসোলেশন কেন্দ্রের বাহিরে স্বাস্থ্যবিধি অনুসারে নামাজে জানাজা শেষে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়। এই আইসোলেশন কেন্দ্রে এখন ৭জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। বাকি ১১ জন নিজ নিজ বাড়িতে সঙ্গনিরোধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
বগুড়ায় সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন কেন্দ্র সুত্রে জানা যায়, মৃত আব্দুল হান্নান জেলার গাবতলী উপজেলার হাতিবান্ধা গ্রামের মৃত ফজেক আলীর ছেলে। বৃহস্পতিবার তিনি প্রথমে অসুস্থ্য অবস্থায় শহরের একটি ক্লিনিকে ভর্তি হন। সেখানে এক্সেরে রিপোর্টে চিকিৎসকরা তার দুই পাশে নিউমোনিয়া দেখতে পান। এরপরই তাকে রাত ১২ টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে স্থান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান। এনিয়ে বগুড়া আইশোলনে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মোট চারজনের মৃত্যু হলো। করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার এই হাসপাতালে ৪জন ভর্তি হয়। এরমধ্যে একজনের মৃত্যুতে বর্তমানে মোট ১০ জন চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে ৭জন করোনা ভাইরাসে আক্রান্ত। জেলায় মোট ২০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরমধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আরএমও ডা: শফিক আমিন কাজল জানান, আইসোলেশন কেন্দ্রের বাহিরে স্বাস্থ্যবিধি অনুসারে মৃত ব্যক্তির নামাজে জানাজা শেষে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়। বৃহস্পতিবার রাত ১২ টায় সে নিউমোনিয়া, ডায়াবেটিস ও মস্তিকে রক্তক্ষরণ নিয়ে ভর্তি হয়। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১