স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতরের নামাজ আদায় করা যাবে

বগুড়া নিউজ ২৪ঃ দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারাদেশে বন্ধ ঘোষণা ও জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি ক্রমশ অবনতি হওয়ায় টানা সপ্তম দফায় সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সরকারের বর্তমান স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ পড়তে হবে। উন্মুক্ত স্থানে ঈদের বড় জমায়েত পরিহার করে সীমিত রাখার নির্দেশনা দিয়েছে সরকার।’

মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের জামায়াত বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতরের নামাজের ক্ষেত্রেও বর্তমান বিদ্যমান বিধি বিধান প্রযোজ্য হবে। উন্মুক্ত স্থানে বড় জামায়াত পরিহার করতে হবে।

আলেম-ওলামাদের মতামত নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনায় ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, খোলা জায়গার পরিবর্তে স্থানীয় মসজিদে জামাত আদায় করতে বলা হয়েছে।

প্রয়োজনে মসজিদে জামাত আদায় করার ক্ষেত্রে প্রয়োজনে একাধিকবার জামাত করতে বলা হয়েছে। তবে মসজিদে কার্পেট বিছাতে নিষেধ করা হয়েছে। নামাজের পূর্বে মসজিদে জীবাণুনাশক ছিটাতে বলা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১