বগুড়ার গাবতলীতে কৃষকের ধান কেটে দিলো স.আ.কলেজ ছাত্রদল

বগুড়া নিউজ ২৪ঃ রহমত আলী। ৫০ পেরিয়ে বয়স এখন ৬০ ছুঁইছুঁই করছে। কোনরকমে চলে তার সংসার। ব্যক্তি মালিকানায় কোন জমি না থাকলেও ২৫ শতক জমি বর্গা নিয়েছে সংসারে এক মুঠো ভাত তোলার জন্য। কিন্তু করোনার প্রভাবে ধান কাটার শ্রমিক না পেয়ে হতাশ হয়ে যান এই কৃষক। এই দুঃসময়ে তার পাশে এসে দাঁড়িয়েছে ছাত্রদল। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এই কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো বগুড়া সরকারী আজিজুল হক কলেজ ছাত্রদল। ১৫ মে শুক্রবার বগুড়া জেলার গাবতলি উপজেলার সোনারায় ইউনিয়নের করিমপাড়া এলাকায় সকাল ৯ টা থেকে এই কৃষকের ধান কাটা শুরু করেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল নেতা আতিকুল ইসলাম বিপ্লবের নেতৃত্বে ছাত্রদলের নেতৃবৃন্দরা। তারা এই রমজান মাসের রোজার রেখে প্রচণ্ড গরম ও কাঠফাটা রোদ উপেক্ষা করে ২৫ শতক জমির ধান কেটে রহমত আলীর বাড়িতে নিয়ে গিয়ে জমা করেন।

ছাত্রদল কর্মীদের মধ্য আরো উপস্থিত ছিলেন সাগর হাসান, সুমন রহমান, আল আমিন, সাকিব হাসান, গোপাল দাস, বোরহান উদ্দিন, রাশেদ মিয়া, রিয়াদ হাসান প্রমুখ। এব্যাপারে বর্গাচাষী রহমত আলীর সাথে মুঠোফোনে তার সাথে যোগাযোগ করলে তিনি এই প্রতিবেদককে জানান, ” ঘরের ভাত খাওয়ার জন্যি জমি লিচি পত্তন, অসুক হওয়ার জন্যে ট্যাকা দিয়ে লোক লিয়ে ধান বুনচি, পানি দিচি। এইদিকি করোনার মধ্যে জমির ধান গেলো পাকে, ধান কাটার লোক নাই। তারপর হামার এলাকার একজন কলেজোত পড়ে, তার মাধ্যমে আজগে ছাত্রদলের লোকজন আইসে হামার ২৫ শতক জাগার ধান কাট্যে দিচে বাবা”। ছাত্রদল নেতা আতিকুল ইসলাম বিপ্লব বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ছাত্রদল কৃষকদের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের এই কার্যক্রম। আমাদের সাথে যদি কোন হতাশাগ্রস্থ কৃষক ভাই যোগাযোগ করেন তাহলে আমরা ধান কেটে তার পাশে দাঁড়াবো।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১