অতিতের সকল রেকর্ড ভাংলো ঘূর্ণিঝড়

বগুড়া নিউজ ২৪ঃ অতিতের সকল রেকর্ড ভাংলো ঘূর্ণিঝড় amphan এমনকি ১৯৯১ সালের ২৯ শে এপ্রিল চট্টগ্রাম উপকূলে আঘাত করা সুপার সাইক্লোন ম্যারি এ্যান থেকেও এটা অনেক শক্তিশালি। হ্যাঁ, এখন পর্যন্ত বঙ্গোপসাগরে যতগুলো ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে তার ভেতরে ঘূর্ণিঝড় amphan বাতাসের গতির দিক দিয়ে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালি ঝড়। মানে এত শক্তিশালি ঝড় জানা অতিতে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়নি কোনদিন। যার বাতাসের গতি এখন ২৭৫ কিলোমিটার ( ১ মিনিট স্থিতি) যার সর্বোচ্চ দমকা ঘন্টায় ৩৩৫ কিলোমিটার, চিন্তা করা যায়। যদিও এটা আঘাত করার আগে এর শক্তি কিছুটা হ্রাস পেতেপারে।

এটি আজ ১৮ ই মে রাত ১১ টা বেজে ৪০ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ৮৮৯ কিলোমিটার দক্ষিন দক্ষিন পশ্চিমে অবস্থান করেছিলো। এবং এটি ধিরে ধিরে উত্তর উত্তর পুর্ব দিকে অগ্রসহ হচ্ছে। এর প্রভাবে সমগ্র বাংলাদেশের উপকূলে ব্যাপক প্রভাব পড়তেপারে, আর প্রবল ভারিবৃষ্টি ও ভারিবর্ষণ। এবং সারাদেশে অনেক ভারিবর্ষণ হতেপারে। এটি বেশি সম্ভব আগামি ২০ শে মে দুপুরের পর থেকে বাংলাদেশ ভারত সিমান্তবর্তী সুন্দরবন এলাকায় আঘাত করতেপারে। সতর্ক সংকেত ৭ মংলা ও পায়রা বন্দরে, এবং চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরে ৬ ( সরকারি) বেসরকারি আবহাওয়া সংস্থা bwot weather সবসময় ঝড়টির সকল সবচেয়ে লেটেস্ট তথ্য আপনাদের দিয়ে আসছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১