করোনা রোগী বাঁচাতে রিমডেসিভার অনুমোদন দিল ব্রিটেনে

বগুড়া নিউজ ২৪ঃ ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থ করতে অ্যান্টি ভাইরাল ড্রাগ রিমডেসিভার কার্যকর ভূমিকা রাখছে বলে জানিয়েছেন হেলথ সেক্রেটারি ম্যাট হ্যানকক। ওষুধটি বাঁচাইকৃত রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করতে এনএইচএসকে অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এই মহামারী শুরুর পর থেকে এটি একটি বড় প্রদক্ষেপ।

রিমডেসিভার একটি অ্যান্টি-ভাইরাল ওষুধ যা ইবোলা রোগের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছিল। ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, তাদের কাছে বহু প্রমাণ রয়েছে, হাসপাতালে এই ওষুধটি প্রয়োগে সাফল্য এসেছে। তারা বলছে, আপাতত কম উৎপাদনের কারণে খুবই কম মানুষ উপকৃত হবেন।

দ্রুত উৎপাদনের জন্য আমেরিকা এবং জাপানের সাথে জরুরি চুক্তি করা হয়েছে। ওষুধটি বর্তমানে যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে রয়েছে। প্রাথমিক তথ্য থেকে জানা যায় কোনো কোনো রোগী ১৫ দিনের পরবর্তীতে ১১তম দিনেই ভালো হচ্ছেন। অর্থাৎ ৪দিন আগেই ভালো হয়েছেন। তবে অধিক সংখ্যক মানুষের জীবন বাঁচানো যাবে কিনা এমন প্রমাণ পাওয়া যায়নি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১