করোনায় বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা সাড়ে ৪ লাখ ছাড়াল

বগুড়া নিউজ ২৪ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসাবে, বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫২ হাজার ৫২০ জন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৮৪ লাখ ৫৩ হাজার ৮০ জন, এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪১ লাখ ৩৪ হাজার ২১০ জন।

বিশ্বের মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসাবে সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৮৭ হাজার ৮৭৬ জন। মারা গেছেন ১ লাখ ১৮ হাজার ৩৮১ জন। সুস্থ হয়েছেন প্রায় ছয় লাখ।

সংক্রমণের দিক থেকে এর পরেই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৯ লাখ ৭৮ হাজার ১৪২ জন। মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৭৪৮ জনের, সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৫ লাখ ৩০ হাজার মানুষ।

বিশ্বের তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ রাশিয়া। সেখানে অন্তত ৫ লাখ ৬০ লাখ মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৭ হাজার ৬৫০ জন, সুস্থ ৩ লাখ ১৩ হাজার।

আক্রান্তের হিসাবে বিশ্বের মধ্যে চতুর্থ ও এশিয়ায় সবার শীর্ষে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ৯৪৬ জন, মারা গেছেন ১২ হাজার ২৩৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১ লাখ ৯৪ হাজার রোগী।

সংক্রমণের হিসাবে বর্তমানে ১৭তম অবস্থানে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রকাশিত তথ্যমতে, দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ২৯২ জন। মারা গেছেন ১ হাজার ৩৪৩ জন। সুস্থ হয়েছেন অন্তত ৪০ হাজার ১৬৪ জন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০