সিরাজগঞ্জে সামাজিক দূরত্ব বজায় না মানায় ২৪৫ জনের জরিমানা

বগুড়া নিউজ ২৪ঃ সিরাজগঞ্জে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও বাইরে ঘোরাফেরাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ১৫ দিনে আরো ২৪৫ জনকে ২ লাখ ৮০ হাজার ৯’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এনিয়ে জেলায় ১০১৬ জনকে জরিমানা করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে ১ জুন সকাল থেকে ১৫ জুন গভীর রাত পর্যন্ত জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্টেটগণের নেতৃত্বে ৪২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সামাজিক দূরত্ব বজায় না রাখা ও বাইরে ঘোরাফেরাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ২২৩ টি মামলায় ২৪৫ জনকে বিভিন্ন পরিমাণে উল্লেখিত টাকা জরিমানা করা হয়।

এদিকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ জন সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০