স্বর্ণের বাজার চড়া, প্রতি ভরি ৭০ হাজার টাকা

বগুড়া নিউজ ২৪ঃ ২২ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রামে ৪৯০ টাকা দাম বাড়লো। ভরিতে দাম বাড়লো ৫ হাজার ৭১৫ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি গ্রামে দাম বাড়লো ৪২০ টাকা । ভরিতে বাড়লো ৪ হাজার ৯০০ টাকা। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ ক্রয়মূল্য হবে ৬৯৮৬৭ টাকা।

আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) থেকেই এ দাম কার্যকর হবে।

আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রূপা এই দুটি মূল্যবান ধাতুর নতুন মূল্য নির্ধারণ সম্পর্কিত তালিকা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের বর্ধিত মূল্য ৫ হাজার ৯৯০ টাকা, ২১ ক্যারেটের মূল্য ৫ হাজার ৭২০ টাকা। ১৮ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯৭০ টাকা আর সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮৫ টাকা।

তবে ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) প্রতিগ্রাম রূপার মূল্য আগের মতো ৮০ টাকাতেই রয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০