টয়োটাকে ছাড়িয়ে গেলো টেসলা

বগুড়া নিউজ ২৪ঃ মার্কিন জায়ান্ট টেসলা এখন বিশ্বের সবচেয়ে দামি গাড়ি নির্মাতা কোম্পানির স্থানটি দখল করেছে। স্থানীয় সময় বুধবার বিখ্যাত জাপানি গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটাকে টপকে টেসলার শেয়ারমূল্য ছিল রেকর্ড সর্বোচ্চ ১ হাজার ১৩৪ বিলিয়ন ডলার। খবর ডেইলি মেইলের।

খবরে বলা হয়, বুধবার বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন কোম্পানি টেসলার শেয়ারের দাম রেকর্ড সর্বোচ্চ হওয়ার পর বাজারমূল্য দাঁড়ায় ২ হাজার ৯৪৭ কোটি ডলার। যা টয়োটার বর্তমান বাজারমূল্যের চেয়েও চারশ কোটি ডলারেরও বেশি।

খবরে আরও বলা হয়, ২০১৯ সালে টয়োটার গাড়ি বিক্রির সংখ্যা ৩০ গুণ বেড়েছে এবং একই বছর কোম্পানিটির মুনাফা বেড়েছে ১০ গুণেরও বেশি। ২০২০ সালের শুরু থেকেই টেসলার বাজারমূল্য বাড়তে শুরু করে। বিনিয়োগকারীদের মধ্যে ইলেকট্রিক গাড়ির ভবিষ্যৎ নিয়ে ভরসার জায়গা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতেই টেসলার এই ঊর্ধ্বগতি হয়েছে।

এদিকে, চলতি বছরের মার্চ পর্যন্ত টয়োটা মুনাফা করেছে ২৮ হাজার একশ ২০ কোটি ডলার। অন্যদিকে ২০১৯ সালে টেসলার মুনাফা হয়েছে দুই হাজার ৪৬০ কোটি ডলার।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ