বগুড়ায় স্কুল শিক্ষিকা বিথির গাছ বিতরণবগুড়ার ধুনট উপজেলার বেলকুচি

ধুনট প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফৌজিয়া বিথি নিজ উদ্যোগে বৃহস্পতিবার দিনভর বেলকুচি চান্দারপাড়া এলাকার ফলদ,বনজ ও ঔষধি গাছ বিতরণ করেন। ২ শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা গাছের মধ্যে ছিল আম কাঠাল,লিচু,পেয়ারা জলপাই,নিম,বট গাছ ও লেবু।

এর আগে করোনা সতর্কতায় বিথি ৮ হাজার মাস্ক তৈরী করে সাধারন মানুষের মাঝে বিতরণ করেছেন। লক ডাউনে ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে নিজের বেতন বোনাসের টাকায় চাল ডাল আটা তেল আলু ও ঈদের আগে ঈদ সামগ্রী বিতরণ করেন।

বিথি সুপ্রীম কোর্টের আইনজীবি রাজ্জাকুল কবির বিদ্যুতের স্ত্রী ও ধুনট এনইউ মডেল পাইলট সরকারী বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের কন্যা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ