ভারতে হচ্ছে না আইপিএল, বিশ্বকাপ বাতিল!

বগুড়া নিউজ ২৪ঃ মহামারি করোনা ভাইরাসের ভয়াবহ তাণ্ডবের মাঝে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিলের ঘোষণা আসলেই আইপিএল-২০২০ এর সূচি ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআইয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিনিউজ ও ইন্ডিয়া টুডে।

জি নিউজ জানিয়েছে, করোনার বিষাক্ত ছোবলে বিপর্যস্ত ভারতে দর্শকশূন্য স্টেডিয়ামে দেশটির জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল করার পরিকল্পনা নিয়েছিল বিসিসিআই। শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে পিছু হঠল তারা। তবে যে করেই হোক আইপিএল-২০২০ হবেই বলে সিদ্ধান্তে অটল রয়েছে তারা। সেজন্য দেশের মাটিতে নয়, করোনা পরিস্থিতি থেকে অনেকটা স্বাভাবিক দেশ সংযুক্ত আরব আমিরাতে এ টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে তারা।

এ দিকে, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, ‘নাটকীয়ভাবে মুম্বাইয়ের পরিস্থিতি উন্নতি না হলে দুবাইয়ে আইপিএল আয়োজন হতে যাচ্ছে। তাই খুব সম্ভবত দুবাইয়ে ক্যাম্প আয়োজন করা হবে। একবার আইপিএল ভেন্যু চূড়ান্ত হয়ে গেলেই বাকি বিষয়ের দ্রুত নিষ্পত্তি ঘটবে।’

সে উদ্দেশে অনুশীলনের জন্য আরব আমিরাতে সপ্তাহ দুয়েক অবস্থান করবে ভারতীয় ক্রিকেটাররা। সেই ক্যাম্পে ৩০ থেকে ৩৫ জনের দল অংশ নেবে।

আগাস্টের তৃতীয় সপ্তাহ থেকে দুবাইয়ে শুরু হবে ভারতীয় ক্রিকেটারদের এই অনুশীলন। সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত অনুশীলন শেষে নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি দলে ভাগ হয়ে যাবে ভারতীয় ক্রিকেটাররা।

সবকিছু ঠিকঠাক চললে দুবাইয়ে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আইপিএল। শেষ হবে নভেম্বরে ৮ তারিখে। অর্থাৎ আইপিএলের জন্য আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত দুবাইতেই অবস্থান করবে ভারতীয় ক্রিকেটাররা। আইপিএল শেষে দুবাই থেকেই সরাসরি অস্ট্রেলিয়া সফরে চলে যাবে টিম ইন্ডিয়া।

বিসিসিআইয়ের কর্মকর্তার এমন সব পরিকল্পনা হাতে নিলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি তারা। আগামী ১৭ জুলাই বিসিসিআই-এর অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে স্টেকহোল্ডার এবং ফ্র্যাঞ্চাইজিদের পাশাপাশি ব্রডকাস্টারদের সঙ্গে এই নিয়ে বিস্তারিত আলোচনার পরই আইপিএল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ব্যাপারে বিসিসিআইয়ের এক্সপেল কাউন্সিল মেম্বার আংসুমান গায়েকওয়াদ বৃহস্পতিবার (১৬ জুলাই) সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা সে সন্দেহ রয়েছে আমার। আর বিশ্বকাপ যদি বাতিল হয় বা পিছিয়ে যায় তাহলে আইপিএল নিয়ে চিন্তা করা যেতেই পারে। আর বিষয়টি ভারতের করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ