বগুড়ায় দিদার আয়ুর্বেদিক ও পি এন্ড পি ফুডস এর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় দিদার আয়ুর্বেদিক ফার্মাসিউটিক্যালস ও গোকুলের বাঘোপাড়ায় পি এন্ড পি ফুডস এ অভিযান চালিয়ে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. টি. এম. কামরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে র্যাব ১২ বগুড়ার কম্পানী কমান্ডার মোস্তাফিজুর রহমান, বিএসটিআই এর পরিদর্শনকারী কর্মকর্তা প্রকৌশলি জোনায়েদ আহম্মেদ, পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর শাহ আলী খান।

বিএসটিআই কর্মকর্তা জানান, অনুমোদন ছাড়াই বিএসটিআই এর লোগো ব্যবহার, তৈরিকৃত পন্যে সঠিক উপাদান না থাকা, প্রানের লোগোর মতকরে লোগো বানিয়ে অসত্য প্রচারণার অপরাধে গোকুলের বাঘোপাড়ায় পি এন্ড পি ফুডস কারখানার ১ লাখ টা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের ৪৩ হাজার টাকার মালাামা জব্দকরে ধ্্বংস করা হয়েছে।

আদালত এর আগে দিদার আয়ুর্বেদিক ফার্মাসিউটিক্যালস এ অভিযান চালিয়ে কিছু অনিয়মের জন্য ১০ হাজার টা জরিমানা করা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ