শিল্পী সমিতি ভাঙবে এমন কেউ জন্মায়নি: ডিপজল

বগুড়া নিউজ ২৪ঃ ‘শিল্পী সমিতি ভাঙবে বাংলাদেশে এমন কেউ জন্মায়নি। আমি ডিপজল জীবিত থাকা অবস্থায় শিল্পী সমিতিতে টোকা দিবে তেমন কেউ-ও বাংলাদেশে জন্মায়নি।’—মিশা সওদাগর-জায়েদ খানকে বয়কটের প্রতিবাদে রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় শিল্পী সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অভিনেতা ডিপজল।

শিল্পী সমিতির কোনো সদস্য বাদ পড়ে থাকলে নিজেরা বসে তা সমাধান করার কথা জানান তিনি। পাশাপাশি শিল্পীদের পাশে থাকার ইচ্ছা পোষণ করেন। তার ভাষায়—‘আমাদের সরায়েন না। মিশা-জায়েদ আপনাদের পাশে থাকবে। আমার মনে হয় না ওরা কোথাও ত্রুটি করেছে।’

সংবাদ সম্মেলনে ডিপজল আরো বলেন, ‘আমি যদি সুস্থ থাকি তবে কোনো শিল্পী না খেয়ে থাকবে না। এই কমিটি কাজ করেছে শিল্পীদের নিয়ে। শিল্পীরা কী করছে, কী খাচ্ছে, না খাচ্ছে না এটা দেখার দায়িত্ব ওদের। আমার মনে হয় এটা ওরা পূরণ করছে। ইনশাআল্লাহ আগামীতেও করবে।’

এই দুই শিল্পীকে বয়কটের বিষয়টি ষড়যন্ত্র বলে দাবি করেছেন ডিপজল। তিনি বলেন, ‘সামনে ঈদ। এই ঈদে যাতে কিছু না করতে পারে এটা তারই একটি ষড়যন্ত্র। সরকার টাকা দেওয়ার কথা আর এই সময়ে এটা একটা ডিস্টার্ব। যাতে টাকাটা না আসে। এই সংগঠনে অনন্ত জলিল টাকা দিয়েছে, কাঞ্চন ভাই টাকা দিয়েছেন। আমিতো আছি-ই যখন যা লাগে দিবো।’

চলচ্চিত্রের ‘স্বার্থ বিরোধী’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে চলচ্চিত্রের ১৮ সংগঠন। গত ১৫ জুলাই বিএফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ