বগুড়ায় চামড়ার দাম নেই

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় প্রচুর কুরবানী হলে চামড়ার দাম না থাকায় হতাশা প্রকাশ করেছে বগুড়ার আলেম সমাজ। শনিবার কুরবানীর দিন চকসুত্রাপুর চামড়া গুদাম লেন হতে থানা মোড় পর্যন্ত চামড়ার স্তুপ দেখা যায়। ছাগলের চামড়া ৫ টাকা থেকে ১০ টাকা ও গরুর চামড়া ২০০ হতে ৫০০ টাকায় ক্রয় করা হয়।

দাম কম হওয়ায় হতাশ প্রকাশ করেছে বগুড়ার আলেম সমাজ। বলছেন টাকার অভাবে অনেক ফুরকানিয়া মাদরাসা ইয়াতিমখানা দৈন্যদশা বেড়ে গেছে। বগুড়া জেলা ইমাম মুয়াজ্বিন সমিতির সভাপতি ও বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল কাদের বলেন চামড়ার টাকা কুরবানীকারীগণ ইয়াতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এ দান করে। এতে ইয়াতিনখানা গুলো ভাল ভাবে চলে। দাম কম হলেও সরকার ইয়াতিমখানার দিকে সুনজর দিবে। তবে ঠনঠনিয়া বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাও: আররাফ বিন মুবারক সিদ্দিকী বলেন ইয়াতিমখানা থেকে কুরআনের পাখি তৈরী হচ্ছে। ইয়াতিমখানার অর্থ সহায়তা কমে যাচ্ছে। তিনি ইয়াতিমখানাগুলোতে সরকারী বরাদ্দ বৃদ্ধির আহবান জানান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ