সাদাকালো যুগের চিত্রনায়ক সাত্তার আর নেই

বগুড়া নিউজ ২৪ঃ সাদাকালো যুগের ফোক ছবির অপ্রতিদ্বন্দ্বী নায়ক সাত্তার মঙ্গলবার (০৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় মারা গেছেন ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে নেয়ার সময় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই রুমী বাদশা।

আগামিকাল বুধবার বুধবার সকাল ৯টায় উকিলপাড়ায় জানাজা শেষে মাসদাইর কবরস্তানে তাঁকে দাফন করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নায়ক সাত্তার বেড়ে উঠেছেন নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়ায়। তিনি ফুল কুটিরের মালিক হাজি মো. মোক্তার হোসেনর ছেলে। বর্তমানে সদর থানার গোগনগরে বাস করতেন। ৮০’র দশকে চলচ্চিত্রে নতুন মুখের সন্ধানে ইন্টারভিউ দিয়ে সুযোগ পেয়েছিলেন তিনি।

এরপর‘পাগলী’, ‘রঙ্গীন রূপবান’, ‘রঙ্গীন কাঞ্চনমালা’, ‘ঘর ভাঙা সংসার’, ‘রঙ্গীন রাখালবন্ধু’, ‘রঙ্গীন আলোমতি প্রেমকুমার’, ‘পাতাল বিজয়’, ‘রাজবধূ’, ‘রঙ্গীন সাতভাই চম্পা’, ‘ভিখারীর ছেলে’, ‘মধুমালা মদনকুমার’, ‘বেদকন্যা পঙ্খিরানী’, ‘মোহনবাঁশি’, ‘রঙ্গীন অরুণ বরুণ কিরণ মালা’, ‘জেলের মেয়ে রোশনী’, ‘বনবাসে বেদের মেয়ে জোছনা’, ‘ভালোবাসার যুদ্ধ’, ‘ইজ্জতের লড়াই’, ‘স্বামীহারা সুন্দরী’ এবং ‘চাচ্চু আমার চাচ্চু’ সহ প্রায় ১১০ টির মতো ছবিতে অভিনয় করেছেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ