জয়পুরহাটে ১শ ৬৩ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া নিউজ ২৪ঃ জয়পুরহাট র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের আভিযানে জয়পুরহাটের পাচবিবি উপজেলার আটাপাড়া রেলগেট এলাকা হতে ১শ ৬৩ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ জানান, গতকাল শুক্রবার ভোরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে ১শ ৬৩ বোতল ফেন্সিডিল, ৩ টি মোবাইল সেট, ৩ টি সীম কাড, ১ টি মেমোরী কার্ডসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। ধৃতরা হলো জেলার পাচবিবি উপজেলার আটাপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র আলী সান (১৯) ও আজাদ মন্ডলের পুত্র শাকিল মন্ডল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলাসহ আশপাশ এলাকার মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। ধৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ