বগুড়ায় করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় করোনা আক্রান্তে আলমগীর হোসেন(৫৮) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার বাড়ি শহরের গোদারপাড়া এলাকায়। তিনি শহরের খান্দারে জনতা ব্যাংক এরিয়া অফিসের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার বেলা ১২টার দিকে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান বলে জানিয়েছেন আরএমও ডা. খায়রুল বাশার মমিন।
ডা. মমিন জানান, আলমগীর কবির গত ৪ আগস্ট করোনায় আক্রান্ত হন। গত ৬ আগস্ট তার শ্বাসকষ্ট বেড়ে গেলে রাত পৌণে ৯টায় করোনা ইউনিটে ভর্তি করানো হয়। তিনি আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। পরে তার দেহে অক্সিজেনের মাত্রা অস্বাভাবিকভাবে কমতে থাকাসহ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সকালে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই আলমগীর কবির চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও জানান, লাশ জীবানুমুক্ত করে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ