আক্কেলপুরে ভুয়া চিকিৎসককে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ভুয়া এমবিবিএস (স্নাতক) ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ আগস্ট) দুপুরে জেলার আক্কেলপুর উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম নিসারুল ইসলাম (৩৩)। তিনি ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকালটি (ডিএমএফ) পাশ করে এলাকায় চিকিৎসায় স্নাতকধারীর মিথ্যা পরিচয় দিয়ে আসছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম হাবিবুল হাসান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম হাবিবুল হাসান বলেন, দীর্ঘদিন থেকে অভিযোগ পাওয়া যায় নিসারুল ইসলাম ডিএমএফ হয়ে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয়ে গ্রামের সহজ-সরল মানুষকে চিকিৎসা দিয়ে প্রতারণা করে আসছিলেন। সম্প্রতি আইন শৃঙ্খলা ও সমন্বয় মিটিংয়েও তার প্রতারণার বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রাধেশ্যাম আগরওয়ালা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল আবাসিক অফিসার রুহুল আমিন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ