গাবতলীতে ইউপি চেয়ারম্যানের আমিনুলের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বৃহস্পতিবার বগুড়া গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পেরীরহাটে এলাকাবাসীর উদ্যোগে মহিষাবান ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের বিরুদ্ধে সরকারী বিভিন্ন দপ্তরে দায়েরকৃত অনিয়ম-দুর্নীতির অভিযোগের সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা জাহেদুল ইসলাম স্বপন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকিউল হাসান শাপলা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাকিল ইসলাম বুলেট, মহিষাবান ইউপি সদস্য জহুর ইসলাম টপি, আব্দুস সালাম দুদু, আব্দুল আলীম প্রমুখ। এ সময় মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ওয়াজেদ আলী, আওয়ামী লীগ নেতা বজলার রহমান, আরিফুর, স্থানীয় গণ্যমান্যের মধ্যে ছিলেন মোবারক আলী, আবু তাহের, রবিউলসহ নারী-পুরুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৫ই আগষ্টে মহিষাবান ইউনিয়নে সরকারী ৪শ’ ৫৪কেজি চাল ভ্রাম্যমাণ আদালত কর্তৃক উদ্ধারের ঘটনায় ৬ই আগষ্ট বিকেলে মহিষাবান বাজারে উপজেলা আওয়ামী লীগ নেতা জাহেদুল ইসলাম স্বপনকে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে লাঞ্ছিত করে। এ ঘটনায় ভূক্তভোগী জাহেদুল ইসলাম স্বপন ঐ দিনেই আমিনুল চেয়ারম্যানের বিরুদ্ধে মডেল থানায় একটি অভিযোগ করেছেন।

এর প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এব্যাপারে গাবতলীর মহিষাবান ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের সাথে ফোনে কথা বললে তিনি জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ন মিথ্যা। ইতিপূর্বে মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতির গুদাম থেকে সরকারী চাল উদ্ধার করেন এবং আওয়ামী লীগ নেতা জাহেদুল ইসলাম স্বপন মহিষাবান ইউপির একাধিকবার ইউপি চেয়ারম্যান প্রার্থী ছিলেন বিধায় বিরোধ করে যাচ্ছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ