নরসিংদীতে সরকারি জমি বেদখলমুক্ত করলেন, এসি ল্যান্ড

বগুড়া নিউজ ২৪ঃ নরসিংদীতে সাটিরপাড়া মৌজার প্রায় ৪৬ শতাংশ সরকারি খাস জমি বেদখলমুক্ত করেছেন নরসিংদী সদরের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ্ আলম মিয়া। আজ বৃহস্পতিবার দুপুরে সরকারি স্বার্থ, সম্পদ-সম্পত্তি রা এবং সংরণের লক্ষ্যে এই সরকারি খাস জমি বেদখলমুক্ত করা হয়।

নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে এই খাস জমি বেদখলমুক্ত করার অভিযান চালানো হয়। এসময় উদ্ধারকৃত জায়গায় লাল নিশানা টানিয়ে দেয়া হয়। এর আগে নরসিংদী সদর উপজেলার মাধবদী, আমদিয়া ও হাজীপুরে অভিযান চালিয়ে মোট ৫শত ৮২ শতাংশ জমি বেদখলমুক্ত করেন তিনি।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ্ আলম মিয়া জানান, সরকারি স্বার্থ, সম্পদ-সম্পত্তি রা এবং সংরণের জন্য ভূমি অফিসের বিশেষ অভিযান চলছে। এরই প্রেেিত আজকে ৪৫.৮২ শতাংশ সরকারি খাস জমি বেদখলমুক্ত করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ২কোটি ২৯লাখ ১০হাজার টাকা। সরকারি সম্পত্তি দখলমুক্তকরণের এ অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ