বগুড়ায় র‌্যাব-১২ কর্তৃক বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় র‌্যাব-১২ কর্তৃক বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন র‌্যাব সন্ত্রাসী, মাদক, জঙ্গী দমনের পাশাপাশি অসহায়, দুঃস্থ, আর্তমানবতার সেবায় অগ্রণী ভূমিকা রাখছে। র‌্যাব-১২, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সময়ে অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে আসছে।

গত জুন ২০২০ তারিখ হইতে শুরু হওয়া বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরনে র‌্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মদ খায়রুল ইসলাম, পিএসসি এর দিক নির্দেশনায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার স্বজল কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নে ক্ষতিগ্রস্থ বন্যার্ত, বানভাসি মানুষের খাবার, সুপেয় পানির কষ্টের কথা উপলব্ধি করে ত্রানসামগ্রী (চাল, ডাল, আটা, তৈল, মুড়ি, চিড়া, চিনি, গুড়, গ্যাস লাইট, স্যালাইন, সাবান এবং সেমাইসহ ইত্যাদি) বিতরণ করেন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে র‌্যাব-১২, সিরাজগঞ্জ কর্তৃক এ ধরনের কার্যক্রম চলমান আছে ভবিষ্যতেও তা অব্যাবহত থাকবে বলে এক খবর বিজ্ঞপ্তীতে জানানো হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ