সন্ত্রাস নির্মূল ও বিচার বহিঃভূত হত্যাকান্ড বন্ধকর- ওয়ার্কার্স পার্টি, বগুড়া

ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন এম পি কে হত্যা চেষ্টার বার্ষিকীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বগুড়া জেলা ওয়ার্কাস পার্টি। সোমবার সকালে শহরের সাতমাথায় এই কর্মসূচী পালন করা হয়।
বগুড়া জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আব্দুর রউফ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম রোম, জেলা সদস্য আবুল কালাম আজাদ, গোলাম রব্বানী মুকুল, নারী মুক্তি সংসদের সদস্য শিউলি বেগম।
বক্তারা বলেন, ১৯৯২ সালে এইদিনে অজ্ঞাত আততায়ীদের হাতে বুকে গুলি বিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন এম পি। ঐ হত্যা প্রচেষ্টার ২৮ বছর পার হয়ে গেলেও আজ পর্যন্ত তার বিচার হয়নি। বরং ঐসব সন্রাসীরা রাজনীতি ও সমাজে প্রতিষ্ঠিত এবং অবাধে বিচরণ করছে বলে মানব বন্ধনে বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন। বক্তাগন সকল প্রকার বিচার বহির্ভুত হত্যাকান্ড বন্ধ ও সন্রাসী দের গড ফাদারের বিচারের আওতায় আনার দাবীতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। বক্তারা বলেন জনগণের সম্মিলিত লড়াই রাষ্ট্র ও সমাজ কে এই বিপদ থেকে রক্ষা করতে পারে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ