বগুড়ায় সরকারি চাল পাচার: খাদ্য কর্মকর্তাসহ দুজন রিমান্ডে

ষ্টাফ রিপোর্টারঃ সরকারি চাল আত্মসাতের ঘটনায় বগুড়ার গাবতলী উপজেলার এক খাদ্য কর্মকর্তাসহ দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বগুড়ার জেলা ও দায়রা জজ (স্পেশাল জজ) নরেশ চন্দ্র সরকারের আদালত এই আদেশ দেন।

আদালত খাদ্য কর্মকর্তা গাজী মো. শফিকুলকে তিন দিনের রিমান্ডে নেন। আর ব্যবসায়ী আমজাদ হোসেনের এক দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। দুদকের আইনজীবী আবুল কালাম আজাদ বিষয়টি জয়যুগান্তরকে নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিররণী থেকে জানা যায়, গত ২৯ মে গতকাল শুক্রবার সকালে বগুড়ার গাবতলি উপজেলায় ১৫ মেট্রিক টন সরকারি চালসহ একটি ট্রাক উদ্ধার করা হয়। এই চালের সরকারি মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা। ওই সময় পুলিশ অভিযুক্তদের আটক করে। মামলার পরপরই অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ জানায়, খাদ্য কর্মকর্তা গাজী মো. শফিকুল ও নৈশ প্রহরী সাদেকুল ইসলামকে জনগণের রোষাণল থেকে রক্ষা করতে থানা হেফাজতে নেওয়া হয়েছিল। চালকল মালিক আমজাদ হোসেনকে আটক করা হয়েছিল। পরে তাদেরকে দূর্নীতি দমন কমিশনের কাছে হস্তান্তর করা হয়। খাদ্য কর্মকর্তাসহ এই তিনজনই সরকারি চাল কালোবাজারে বিক্রির সঙ্গে সরাসরি জড়িত।

পরে ৩০ মে তিনজনের বিরুদ্ধে সরকারি চাল পাচার ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ