ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ৫

বগুড়া নিউজ ২৪ঃ ঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে ৫ জন নিহত হয়েছেন। তারা ভারতে ‘অনুপ্রবেশের’ চেষ্টা চালাচ্ছিলেন বলে দাবি বিএসএফের।
বিএসএফ জানিয়েছে, শনিবার ভোর পৌনে ৫টার দিকে তারণ তারাণ জেলার খেমকরনে ভারত-পাকিস্তান সীমান্ত দিয়ে ৫ অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করছিল।

সে সময় বিএসএফের টহল দল অনুপ্রবেশকারীদের দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা সতর্ক হয়ে যায়। বিএসএফের দাবি, টহল দলটিকে দেখামাত্রই এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে অনুপ্রবেশকারীরা।
দুপক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। আত্মরক্ষার্থে বিএসএফ জওয়ানরা গুলি ছুড়লে পাঁচ অনুপ্রবেশকারীর মৃত্যু হয় বলে বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গোলাগুলির পর পুরো এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছেন জওয়ানরা।
খবর এনডিটিভি

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ