বগুড়ায় শতাব্দি পেট্রোল পাম্পে ভ্র্যাম্যমাণ আদালত, জরিমানা

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় পৃথক ছয়টি ভ্র্যাম্যমাণ আদালতে শতাব্দি পেট্রোল পাম্পে ওজনে কম দেওয়া ও সড়ক পরিবহন আইন অমান্য করায় ১১ টি মামলা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল থেকে এই ভ্র্যাম্যমাণ আদালতগুলো পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটমাজহারুল ইসলাম চৌধুরী, জি.এম রাশেদুল ইসলাম , ফেরদৌস আরা , রোমানা রিয়াজ, তাসনিমুজ্জামান ও পাপিয়া সুলতানা।

শহরের ঠনঠনিয়া, কলোনি, ফতেহ আলী বাজার, সাতমাথা, ঘোড়ারমোড়, বনানী, জলেশ্বরীতলা, সাবগ্রাম, সেউজগাড়ি এলাকায় ভ্র্যাম্যমাণ আদালত চালানো হয়।

এসব ভ্র্যাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ ধারা অনুযায়ী ওজনে কম দেয়ায় দত্তবাড়ির শতাব্দী পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাম্প কতৃপক্ষ ১০ লিটার পেট্রোলে ১ লিটার কম ও ১০ লিটার অক্টোনে ২ লিটার কম দিচ্ছিলেন। তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। এছাড়াও সড়ক পরিবহন আইন অমান্য করায় মোটর সাইকেল চালকদের মামলা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

৬টি ভ্র্যাম্যমাণ আদালতে ১১ টি মামলা দেওয়া হয়েছে এবং ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ