বগুড়ার কাহালুতে বাড়ী ভাংচুর, ৬ জন আহত

কাহালু প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার উলট গ্রামে জমি নিয়ে বিরোধে বিধবা মা, এবং ছেলের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। নিজ সম্পত্তি বলে দাবী কর ছেন উভয়েই। এনিয়ে বিভিন্ন সময়ে বেশ কয়েকবার শালিশ বৈঠক বসলেও কেউ কাউকে ছাড় না দেওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এ বিষয়ে ঐ সম্পত্তির উপর আদালতের নিষেধাজ্ঞা না মেনেই মা ও ছেলে বহিরাগতের নিয়ে এসে দখল করার প্রচেষ্টা চালালে উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে উলট গ্রামের মৃত হযরত আলীর বিধাব স্ত্রী খায়রুন বেওয়া (৭০) ও তার মেয়ে হাজেরা বেগম (৩৮) ছেলে মামুন(৫০) তার স্ত্রী সখিনা (৪০) ছেলে সৌরভ(২২) আহত হয়। মা খাইরুনেচ্ছার দাবী স্বামীর সূত্র ধরে, পাওয়ার অফ এ্যাটোনি মূলে ৪৫ শতক জায়গার মালিক তিনি। আবার মৃত হযরত আলীর ছেলে মাহবুবর রহমান মামুন দাবী করে তার বাবা জমিটি তার নামে লিখে দিয়েছেন তাই তিনিই ঐ জমির মালিক। এ ঘটনায় উভয় পক্ষই কাহালু থানায় পৃথক পৃথক ভাবে অভিযোগ দায়ের করেছেন।

আহতরা হলেন হযরত আলীর পুত্র মাহবুবুর রহমান মামুন, আনসার আলীর পুত্র রেজাউল, মামুনের পুত্র সৌরভ, স্বাধীন, মামুনের স্ত্রী সখিনা বেগম, মা খাইরুন বেওয়া, তার মেয়ে মনি আক্তার। এলাকাবাসীর দাবী অবিলম্বে প্রশাসনের সঠিক তদন্তের মাধ্যমে উভয় পক্ষের বিবাদ মিমাংসার উদ্দ্যোগ নেওয়ার দাবী জানান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ