বগুড়ায় উপজেলা চেয়ারম্যানকে লাঞ্ছিতের প্রতিবাদে বিক্ষোভ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে গত ২৯শে আগষ্ট বেলা সাড়ে ১১টায় নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাটে নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ’কে লাঞ্চিত করা হয়। উপজেলা চেয়ারম্যানকে লাঞ্চিতের প্রতিপাদে এক বিক্ষোভ মিছিল নন্দীগ্রাম উপজেলার পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহšে-র সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, শামীম শেখ, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহš-, ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, আওয়ামীলীগ নেতা আসলাম ফকির, যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, এমআর জামান রাসেল, সুমন চন্দ্র, বেনজির আহম্মেদ, মোফাজ্জল বারী, আখতার হোসেন সুমন, উপজেলা কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু সাঈদ, সাবেক উপজেলা কৃষকলীগ সভাপতি সাজাহান আলী সাজু, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক, ছাত্রলীগ নেতা আহম্মেদ জয় শুভ, সাইফুল ইসলাম দুলাল প্রমুখ। এব্যাপারে নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ’র চাচাতো ভাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রামের আলহাজ্ব লোকমানীর ছেলে জুলফিকার আলী ফোক্কারসহ ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তির নামে নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য, উক্ত প্রতিবাদ সমাবেশ থেকে আগামী সোমবার বিক্ষোভের ঢাক দেওয়া হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ