ইসরায়েলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

বগুড়া নিউজ ২৪ঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় ব্যস্ত, ঠিক তখন প্রধানমন্ত্রী পদ থেকে বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চাইছেন অনেক ইসরায়েলিরা।

ইসরায়েলের রাজধানী জেরুজালেমের রাস্তায় গতকাল শনিবারের রাতে যে বিক্ষোভ হয়, তাতে যোগ দিয়েছিল দেশটির ৩৭ হাজার মানুষ। তবে গণমাধ্যমের খবরে প্রকাশ, এ বিক্ষোভে প্রায় ২০ হাজার মানুষ অংশ নেন।

জেরুজালেম ছাড়াও ইসরায়েলের অন্য স্থানেও বিক্ষোভ হয়েছে এদিন। এমনকি নেতানিয়াহুর নিজের শহর কাশরিয়ায় বিক্ষোভ হয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে বিভক্তি সৃষ্টির মাধ্যমে ক্ষমতা ধরে রাখার অভিযোগ তোলেন বিক্ষোভকারী। সমাবেশ থেকে অনেক বিক্ষোভকারীকেই আটক করা হয়।

তবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, আগামী ডিসেম্বরে বাজেটকালীন ভোটের মাধ্যমে তার ক্ষমতায় থাকা না থাকার বিষয়টি নির্ধারিত হবে।

জেরুজালেমে গতকালের মিছিলে বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা ও বিক্ষোভের কালো পতাকা প্রদর্শন করেন। তারা শহরটির প্রবেশপথে সমবেত হন এবং নেতানিয়াহুর সরকারি বাসভবনের দিকে এগিয়ে যান।
খবর আলজাজিরা

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ