পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই – এম পি মোশারফ হোসেন

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এর সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই। তিনি আরও বলেন, “কাহালুর উত্তরসূরী” ফেসবুক গ্রæপ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপনের যে মহৎ উদ্দ্যেগ গ্রহন করেছেন এই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানায়। এই রকম ভালো কাজে আমি সবসময় আপনাদের সার্বিক সহযোগিতা করবো। বৃহস্পতিবার বিকেলে “কাহালুর উত্তরসূরী” ফেসবুক গ্রæপের উদ্যোগে কাহালূ তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালুর উত্তরসূরীর সভাপতি ও এডমিন আতিক মাহমুদ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, কাহালূ তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নেছার উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক মো. দেলোয়ার হোসেন (বাদল), বিএনপিনেতা অধ্যক্ষ রফিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুল মান্নান (ভাটা), কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, যুবদলনেতা জিল্লুর রহমান, কাহালুর উত্তরসূরীর সাধারণ সম্পাদক ও মডারেটর শাকিল আহম্মেদ (সুজন), ছাত্রদলনেতা রাকিব ইমতিয়াজ শাওন, ফাহিম আহম্মেদ (সুমন), ছাত্রলীগনেতা হুমায়ন আহম্মেদ উচ্ছাস সহ কাহালুর উত্তরসূরী ফেসবুক গ্রæপের অন্যান্য সদস্যবৃন্দ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০