টি-টোয়েন্টিতে যে পরিবর্তন চান শেন ওয়ার্ন

বগুড়া নিউজ ২৪ঃ টি-টোয়েন্টি ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে অভিনব প্রস্তাব দিলেন শেন ওয়ার্ন। কিংবদন্তি লেগস্পিনার মনে করেন, পাঁচ জন বোলারকে চার ওভার বল করতে না দিয়ে চার জন বোলারকে যদি পাঁচ ওভার বল করতে দেওয়া হয়, তা হলে খেলার আকর্ষণ আরও বাড়বে। ব্যাট আর বলের মধ্যে লড়াইটা আরও জমবে।

রবিবার ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় ওয়ার্ন বলেন, ‘চার বোলারকে দিয়ে পাঁচ ওভার করে বল করালে কেমন হয়? আমার মনে হয় তাতে ব্যাট আর বলের মধ্যে লড়াইটা আরও জমে যাবে।’

কেন তিনি পাঁচ ওভার বল করানোর কথা বলছেন, তাও জানিয়েছেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগস্পিনারের কথায়, ‘টি-টোয়েন্টি ক্রিকেট এমনিতেই ব্যাটসম্যানদের দিকে ভীষণ ঝুঁকে থাকে। সেখানে পাঁচ ওভার করে বল করার সুযোগ থাকলে দলের সেরা বোলাররা বেশি বল করতে পারবে।’

দ্বিতীয় টি-টোয়েন্টির শুরুতে ইংল্যান্ডের পেস জুটি জোফ্রা আর্চার আর মার্ক উডের বোলিংয়ের সামনে চাপে পড়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। দু’জনেই ঘণ্টায় ৯০ মাইলের বেশি গতিতে বল করছিলেন। এই দুই ফাস্ট বোলারের উদাহরণ দিয়ে ওয়ার্ন বলেন, ‘যখন কোনও দলে এ রকম গতিসম্পন্ন দু’জন ফাস্ট বোলার থাকে, তখন স্বাভাবিক ভাবেই দল চাইবে শুরুতে তাদের আরও একটা করে ওভার বল দিতে।’

ওয়ার্নের মন্তব্য, ‘এক জন বোলারের সর্বোচ্চ কোটা পাঁচ ওভার হওয়া উচিত। সেরা বোলাররা বল করলে ম্যাচটা আরও আকর্ষণীয় হবে।’

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০