যুক্তরাষ্ট্রে ফের বেড়েছে সংক্রমণ, কমেছে সুস্থতা

বগুড়া নিউজ ২৪ঃ প্রাণঘাতী করোনার তাণ্ডব আরও বেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। গত একদিনে হাজারের নিচে প্রাণহানি ঘটলেও আক্রান্ত হয়েছেন আরও প্রায় অর্ধলক্ষ মানুষ। পক্ষান্তরে কমেছে সুস্থতার হার।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ হাজার ২৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৮ লাখ ৭৪ হাজার ৫৯৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৮৭৯ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ২ হাজার ২১৩ জনে ঠেকেছে।

অন্যদিকে গত একদিনে সুস্থতা লাভ করেছেন প্রায় ৩৬ হাজার রোগী। এতে করে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৪১ লাখ ৫৫ হাজার ৩৯ জনে পৌঁছেছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

সবচেয়ে নাজুক অবস্থা ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার পৌনে ৮ লাখের বেশি মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৮১২ জনের। সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ১৪ হাজারের কাছাকাছি। যেখানে প্রাণহানি ঘটেছে ১৪ হাজার ৯৫৮ জনের।

ফ্লোরিডায় করোনার শিকার পৌনে ৭ লাখ মানুষ। ইতোমধ্যে সেখানে ১৩ হাজার ৮৬ জনের প্রাণহানি ঘটেছে। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৪ লাখ ৮১ হাজারের কাছাকাছি। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ১৬৩ জন ভুক্তভোগী।

জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬ হাজার ৪৭৪ জনের। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২ লাখ ৭০ হাজারের অধিক মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৬২৪ জন।

অ্যারিজোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১২ হাজার ছুঁই ছুঁই। যেখানে প্রাণ গেছে ৫ হাজার ৪০৯ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ ২ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ১৭৯ জনের।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০