গাবতলীর সোনারায় পান্টিপোতা ব্রীজ ঝুঁিকপূর্ন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা

মুহাম্মাদ আবু মুসা: বগুড়া গাবতলীর আটাপাড়া-মহাস্থান সড়কে সোনারায় পান্টিপোতা ব্রীজের ধারে পাকা সড়কে ফাটল ও মাটি ধ্বসে যাওয়ায় অত্যান্ত ঝুঁিক নিয়ে চলাচল করছে সব ধরনের যান বাহন । এ ছাড়া ব্রীজটিও মারাতœক ঝুঁিকতে রয়েছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দ্রæত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষে জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি। জানা গেছে, ওই সড়কের উপর দিয়ে প্রতিনিয়ত ট্রাক, সিএনজি, মোটরসাইকেল, অটোসহ সব ধরনের যান বাহন চলাচল করে। তাছাড়া এই সড়ক দিয়ে মহাস্থান, বগুড়া শহর তথা ঢাকা রাজধানীর সাথে যোগাযোগ রয়েছে। এ ব্যাপারে স্থানীয় সোনারায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এর সাথে কথা বললে তিনি জানান, সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ এই মুর্হুতে ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতি হতে পারে। তিনি (জাহাঙ্গীর)ক্ষতিগ্রস্থ ব্রীজ ও রাস্তার দ্রæত কাজ করার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। একই ধরনে আবেদন করেছেন এলাকার সর্বশ্রেনীর মানুষ। এ বিষয়ে এলজিইডি’র গাবতলী উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা এর সাথে কথা বললে তিনি জানান, সড়কটি আমাদের নয়, সড়ক ও জনপথ বিভাগের। পরে বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান এর সাথে কথা বললে তিনি জানান, এ ধরনের আমরা খবর পায়নি। আপনার মাধ্যমে খবরটি পাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে মেরামতের ব্যবস্থা নেবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০