বগুড়া জলেশ্বরীতলায় অনলাইন নিউজ পোর্টাল বগুড়া লাইভের অফিস উদ্বোধন

স্টাফ রিপোর্টার: নিজস্ব কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে নতুন আঙ্গিকে পথচলা শুরু করলো উত্তরবঙ্গের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বগুড়া লাইভ’। শুক্রবার বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বগুড়া শহরের জলেশ্বরীতলা রেজাউল বারী সড়কে বগুড়া লাইভের উক্ত কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
বগুড়া লাইভের উপদেষ্টা মন্ডলীর সভাপতি এবং বিজয় টিভি বগুড়া জেলা প্রতিনিধি তানজিজুল ইসলাম স্বরণের সার্বিক ব্যবস্থাপনায় কেক কর্তন এবং ফিতা কাটার মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কার্যালয়ের উদ্বোধন করেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর যুগ্ম মহাসচিব এবং বগুড়া টেলিভিশন রিপোর্টাস ইউনিটি’র সভাপতি জি.এম সজল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় ইতিমধ্যেই নিজেদের কর্মে বগুড়া লাইভ পরিবার সুপরিচিতি লাভ করেছে যার ইতিবাচক ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে মর্মেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডোনিস বাবু তালুকদার, রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ, সদর পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম রবি, নিউ শাহ-সুলতান সোপ ফ্যাক্টরী’র সত্ত¡াধিকারী আমান উল্লাহ, এবং দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায়। এসময় অনুষ্ঠানে বগুড়া লাইভে কর্মরত সদস্যবৃন্দ যথাক্রমে মাহবুব আলম জিয়ন, ইমরান হোসেন, সজল শেখ, শাওন আল ফারুক, ইফতি, ফাহিম, হারুণসহ সকল সাংবাদিক এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠান পরবর্তী বগুড়া লাইভের সম্পাদক শাহ বিন তৌফিক এবং উপদেষ্টা মন্ডলীর সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে বগুড়া লাইভের পূর্ণাঙ্গ সদস্য ঘোষণা করা হয় এবং অনলাইন এই পত্রিকাটির নিজস্ব ফেসবুক গ্রæপ (যার বর্তমান সদস্য প্রায় ১ লাখ) বগুড়া তে জেলার বিভিন্ন প্রান্তের মানুষের অংশগ্রহণে ট্যালেন্টের খোঁজে বগুড়া লাইভ নামক একটি অনলাইনভিত্তিক প্রতিযোগিতার ঘোষণা করা হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০