বগুড়া শজিমেকে নবজাতক চুরির সময় নারী আটক

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতাল থেকে নবজাতক চুরির সময় এক নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত নারীর নাম ফাতেমা তুজ জোহরা শাওন(২৭)। তিনি বগুড়া শহরের কলোনির চক ফরিদ এলাকার মোঃ আলীর স্ত্রী। রোববার দুপুর ২টার দিকে তাকে নবজাতকসহ আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।

জানা গেছে, শনিবার রাতে শজিমেক হাসপাতালে ওই নবজাতক জন্মগ্রহণ করে। তার মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে আইসিইউয়ের ওয়েটিং রুমে ওই নবজাতককে রেখে আত্মীয়রা আইসিইউতে ভর্তি ওই নারীকে দেখতে যান। সেখানে থাকা এক ব্যক্তিকে ওই নবজাতকের দিকে খেয়াল রাখতে বলা হয়। নবজাতকের পাশে কাওকে না দেখে এই সুযোগে ফাতেমা ওই বাচ্চাকে কোলে তুলে নিতে যান। তখনি সামনে ওই ব্যক্তি বাচ্চার কে হন জিজ্ঞাসা করলে ফাতেমা কোন উত্তর দিতে পারায় এবং তার আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশকে খবর দিলে তাকে আটক করা হয়। সনাতন চক্রবর্তী জানান, আটক ওই নারীর বিরুদ্ধে সদর থানায় মানব পাচার আইনে মামলা দায়ে প্রক্রিয়াধীন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০