আসন্ন পৌর নির্বাচনে নন্দীগ্রামে সম্ভাব্য প্রার্থীদের দৌড়-ঝাপ শুরু

নন্দীগ্রাম থেকে আঃ রউফ উজ্জলঃ বগুড়ার নন্দীগ্রামে আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠেয় পৌর নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভায় সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মাঠে নেমে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি নির্বাচন কমিশন কর্তৃক দেশের মেয়াদ উত্তীর্ণ পৌরসভার নির্বাচন আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠানের ঘোষণা আসার পর পরই পৌর এলাকার আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন সম্ভাব্য মেয়র, কাউন্সিলর প্রার্থীরা। দিনরাত তারা গন-সংযোগসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহন করছেন, দিচ্ছেন যে যার মতো প্রতিশ্র“তি। আগামী ডিসেম্বর মাসে পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, তাই নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় প্রার্থী এখনও চুড়ান্ত না হলেও সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন নন্দীগ্রাম পৌর আওয়ামীলীগের সভাপতি বর্তমানে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র মোঃ আনিছুর রহমান, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ। অপরদিকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক পৌর মেয়র সুশান্ত কুমার শান্ত। স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মাঠে দৌড় ঝাপ শুরু করেছেন নন্দীগ্রাম উপজেলা শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী একেএম ফজলুল হক কাশেম। নন্দীগ্রাম পৌরসভার বর্তমান মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হয়েছিলেন, এবারও তিনি মেয়র পদে নির্বাচন করার জন্য জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও কাউন্সিলর পদে নন্দীগ্রাম পৌরসভার ৯ টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে বর্তমান ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছাড়াও সাবেক কাউন্সিলর ও কিছু কিছু নতুন মুখ পাড়ায়-মহল­ায় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০