রূপপুর বালিশকাণ্ড: ঠিকাদার আসিফের জামিন স্থগিত

বগুড়া নিউজ ২৪ঃ রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের একটি ভবনের জন্য অস্বাভাবিক দামে আসবাব ও অন্য সামগ্রী কেনায় দুর্নীতির মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেনের জামিন স্থগিত করেছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১ অক্টোবর), প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জানিম আদেশের জন্য রবিবার (৪ অক্টোবর) দিন ধার্য করেন।

এর আগে, শর্তসাপেক্ষে ২৯ জুন জামিন দিয়েছিলো হাইকোর্ট। পরে, ১লা জুলাই হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে চেম্বার আদালত। দুটি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন আসিফ হোসেন। এর মধ্যে একটিতে বিদেশ না যাওয়া, পাসপোর্ট জমা রাখা ও তদন্তে ব্যাঘাত না ঘটানোর শর্তে নিয়মিত আদালত খোলার এক সপ্তাহ পর পর্যন্ত তাকে জামিন দিয়েছিলো ভার্চুয়াল আদালত।

গত বছরের ১২ই ডিসেম্বর প্রায় ১৫ কোটি টাকা দুর্নীতির অভিযোগে পাবনায় দুটি মামলা করে দুদক। তারপর থেকে কারাগারেই আছেন আসিফ হোসেন। দুটি মামলায় ৭ কোটি ৪৯ লাখ ৪২ হাজার ও ৭ কোটি ৪৮ লাখ টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়। এ ঘটনাই বালিশকাণ্ড নামে পরিচিতি পেয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ