বগুড়া সদরের আশোকোলায় রাস্তার ওপর বিদ্যুতের তার ঝুলিয়ে আছে, যে কোন মুহূর্তে, প্রাণহানির ঘটনা ঘটতে পারে

আকাশ স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদরের আশোকোলায় অর্ধ কিলোমিটার রাস্তার ওপর বিদ্যুতের তার ঝুলিয়ে আছে, যে কোন মুহূর্তে প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের আশোকোলা দক্ষিণ পাড়া জামে মসজিদ থেকে পাইকার পাড়া পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার রাস্তার ওপর দিয়ে
বিদ্যুতের পোল না থাকার কারণে তার ঝুলে আছে

যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সরে জমিনে জানা গেছে, বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের আশোকোলা দক্ষিণ পাড়া জামে মসজিদ থেকে প্রায় অর্ধ কিলোমিটার রাস্তার উপর দিয়ে পিডিবি (বিদ্যুতের) তার ঝুলিয়ে আছে, যে কোন মুহূর্তে তার ছিঁড়ে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
বিদ্যুতের খুঁটির ( পোল) ব্যবস্থা না করলে যেকোনো মুহূর্তে তারের সাথে জড়িয়ে
পথচারীসহ অনেকের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ভুক্তভোগী ও
অভিজ্ঞ মহল।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ