রায়গঞ্জ ধানগড়া ইউনিয়ন বাসীর জনবান্ধব চেয়ারম্যান ওবায়দুল ইসলাম মাসুম

তারিকুল আলম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলাধীন রয়েছে ৯টি ইউনিয়ন পরিষদ। ধানগড়া ইউনিয়ন পরিষদ তারমধ্যে অন্যতম একটি।এ ইউনিয়নে রয়েছেন যুবসমাজের বলিষ্ঠ কন্ঠস্বর, ইউনিয়নবাসীর প্রিয়মুখ ও গণমানুষের নেতা ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক , ওবায়দুল ইসলাম(মাসুম)।ধানগড়া ইউনিয়ন পরিষদ এলাকায় বর্তমান শিক্ষার হার প্রায় ৭০% এবং প্রতি বছরই শিক্ষার হার আনুপাতিক হারে বাড়ছে।ইউনিয়নটিতে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সরকার ঘোষিত সকল প্রকার সুবিধাদি পাচ্ছেন ইউনিয়নে বসবাসকৃত সর্বসাধারণ।ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একান্তসাক্ষাৎকারে বলেন, আমি নির্বাচিত হওয়ার পর ইউনিয়ন’র রাস্তাঘাটসহ বিগত অর্থবছরে ইউনিয়ন’র ৯টি ওয়ার্ডে উন্নয়ন মূলক কাজ করেছি। তামদ্ধ্য ১নং ওয়ার্ডে ২টি রাস্তা পাকাকরণ ,৩নং ওয়ার্ডে ২টি রাস্তা পাকাকরণ ,৫নং ওয়ার্ডে ৩টি রাস্তা পাকাকরণ , ৬নং ওয়ার্ডে ৩টি রাস্তা পাকাকরণ , ৭নং ওয়ার্ডে ১টি রাস্তা পাকাকরণ ,৮নং ওয়ার্ডে ৩টি রাস্তা পাকাকরণ , ৯নং ওয়ার্ডে প্রায় ২কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হয়েছে । রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়’র শ্রেণি কক্ষ নির্মাণ।এল.জি.এস.পি প্রকল্পের মাধ্যমে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়’র বাউন্ডারি ওয়াল নির্মাণ। জয়নপুর উচ্চ বিদ্যালয়’র ২টি শ্রেণি কক্ষ নির্মাণ।বাসুরিয়া উচ্চ বিদ্যালয়’র ১টি শ্রেণি কক্ষ নির্মাণ।অত্র ইউনিয়ন’র ১০০ পরিবারের মাঝে পাকা টয়লেট স্থাপন।৪৫০টি টিউবওয়েল স্থাপন।মাননীয় প্রধানমন্ত্রীর উপহার অসহায় পরিবার’র মাঝে ৪টি টিনসেট বিল্ডিং স্থাপন।ইউনিয়ন’র প্রত্যেক ওয়ার্ডে মোট ৫০টি স্ট্রিটলাইট স্থাপন, বিভিন্ন হাটবাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানে সোলার স্থাপন।রৌহা উচ্চ বিদ্যালয়ে ১টি শ্রেণি কক্ষ নির্মাণ।বেতুয়া নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১টি শ্রেণি কক্ষ নির্মাণ।ইউনিয়নে ৬টি কালবার্ড ব্রিজ নির্মাণ , বুলাকিপুর মসজিদে আধুনিক অজুখানা নির্মাণ ও বিভিন্ন মসজিদে টয়লেট ও টিউবওয়েল স্থাপন।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ, রায়গঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফুলের বাগান স্থাপন, রায়গঞ্জে ফ্রী ডায়াবেটিস সেন্টার স্থাপন, বিভিন্ন কমিউনিটি ক্লিনিক মেরামত ও জয়নপুর ক্লিনিকে ১টি থার্মার স্থাপন।বছর ব্যাপি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপপ্রিন্ট বিতরণ। ২হাজার একর জমির জলাবদ্ধতা নিরসন, এতে কৃষি খাদে ব্যাপক উন্নয়ন হয়েছে।মাদক ও জুয়া সংক্রান্ত অভিযান চালানো হচ্ছে, বাল্যবিয়ে নিরসনের জন্য প্রতি মাসে উঠান বৈঠক করাহচ্ছে।অত্র ইউনিয়ন’র চেয়ারম্যান আরো বলেন,নিজের অর্থায়নে বাসুরিয়া দেওয়ানগঞ্জ হাট ও জয়নপুর বাজার স্থাপন, হতদরিদ্র কিশোরীদের মাঝে ৩০টি সেলাই মেশিন ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরিষদ’র ৮শতাংশ জায়গায় ইউনিয়নের ভূমি অফিস স্থাপন, বেকার যুবক যুবতীদের শীতল পাটির প্রকল্পের মাধ্যেমে প্রশিক্ষণ প্রদান, বিক্রমপুর দারুল আকরাম একতেদায়ি মাদ্রাসা নিজস্ব অর্থায়নে স্থাপন, আগামী পরিকল্পনা কারিগরি স্কুল স্থাপন, আগামী ডিসেম্বরের মধ্যে চালু করবো। এবং ১লা জানুয়ারি ২০২১ সালে পাঠদান শুরু হবে।তিনি বলেন আমার ভবিষ্যত পরিকল্পনা – গ্রামকে শহর করনের লক্ষ্যে কাজ করছি আগামীতেও করবো। দীর্ঘদিনের প্রত্যাশা – চলনবিল প্রকল্প জয়নপুর ঘুরকা খেওয়া ঘাট ২০২১ সালে ব্রিজ নির্মাণ কাজ শুরু হবে।পুর্ব তেলীজানা প্রতিবন্ধী স্কুল অচিরেই স্থাপন হবে। ইউনিয়ন’র মধ্যে ২০৪ টি পরিবার’র মাঝে দুর্যোগ সহনীয় ঘর নির্মান, দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয় ২০২১ এর শুরুতেই কার্যকম শুরু হবে। তিনি আরো বলেন, আগামী প্রজম্মের জন্য মাদক বিরোধী কার্যক্রম অব্যাহত রাখবো।বিশেষ করে অনলাইনে জন্ম নিবন্ধন ও বাল্যবিবাহ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, ইভটিজিং বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহনে প্রয়োজনীয় ভূমিকা পালন করছি এবং করবো ।ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম (মাসুম) বলেন, যতদিন এলাকার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকবো, এলাকার সার্বিক উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ