রায়গঞ্জ-সলঙ্গায় কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের চলছে খারাপ দিন

তারিকুল আলম, সিরাজগঞ্জঃ করোনায় গত ৭/৮ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সিরাজগঞ্জের রায়গঞ্জ-সলঙ্গায় প্রায় এক’শ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের চলছে দুর্দিন আর নিরব দুর্ভিক্ষ।প্রনোদনা বা সরকারি কোন সহযোগীতা না থাকায় পরিবার পরিজন নিয়ে এসব শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছে। দীর্ঘ সময় প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের একমাত্র উপার্জনের পথ বন্ধ হয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

সলঙ্গার মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোস্তফা জামান জানান,প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ঘর ভাড়া,বিদ্যুৎ বিল সহ অন্যান্য খরচ প্রতিনিয়ত চলছেই। এই অবস্থায় আমাদের সংসার চলা দু:সহনীয় হয়ে পড়েছে। আদর্শ ইসলামী কেজি স্কুলের পরিচালক ফরিদুল ইসলাম ফরিদ বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষকদের পরিবার অসহায় হয়ে পড়েছে।

হাটিকুমরুল রোড ক্রিয়েটিভ মডেল স্কুলের পরিচালক আব্দুল্লাহ জানান,সরকার করোনায় বিভিন্ন খাতে প্রনোদনার ব্যবস্থা করলেও কিন্ডার গার্টেন শিক্ষকদের জন্য বিশেষ কোন ব্যবস্থাই নেয় নি। রায়গঞ্জ আদর্শ একাডেমীর পরিচালক,উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ জানান,দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষক-শিক্ষার্থী উভয়েরই ক্ষতি হচ্ছে। তাই শিক্ষকদের মানবেতর জীবন যাপনের কথা ভেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি জরুরী পদক্ষেপ নেয়া উচিত।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ