সয়দাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক চান প্রবীণ নেতা আব্দুল আজিজ মন্ডল

তারিকুল আলম, সিরাজগঞ্জঃ ১০ নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক চান সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,প্রবীন নেতা আব্দুল আজিজ মন্ডল। প্রবীন ও আওয়ামীলীগের দুঃসময়ে নেতৃত্বধানকারী এই নেতা ১৯৭৬ সালে আওয়ামী লীগে যোগদান করেন।যোগদান করেই দলকে সুসংগঠিত করার জন্য নিরলশ পরিশ্রম করে সয়দাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডকে আওয়ামীলীগের ঘাটিতে পরিনিত করেন।১৯৭৬সালে যোগদান করে প্রথমে ৯নং ওয়ার্ডের নির্বাহী সদস্য পরবর্তীতে দীর্ঘদিন ওয়ার্ড আাওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বিগত সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন।তার পরিশ্রম ও দক্ষতার কারনে সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী। তার কাজের পুরস্কার স্বরূপ সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃহাবিবে মিল্লাত মুন্না তাকে সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মনোনীত করেছেন। প্রবীন এই নেতা সয়দাবাদ ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের তিন তিনবার নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবীণ নেতা আব্দুল আজিজ মন্ডল একান্ত সাক্ষাত কারে বলেন, আমি আসন্ন সয়দাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন এর আশাবাদী। নৌকা প্রতীক পেলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো ইনশাআল্লাহ কারন আমি সারা জীবন মানুষের জন্য কাজ করে গেছি।আমি চেয়ারম্যান নির্বাচিত হলে মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার সহযোগিতায় এলাকার রাস্তাঘাট,স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা,কবরস্থান, মন্দির ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবো। তিনি বলেন, আমি চেয়ারম্যান হলে বাল্য বিয়ে এবং মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলবো।তিনি আরও বলেন, ৯নং ওয়ার্ডে কবরস্থান নির্মাণ এবং কবরস্থানের চারপাশের সীমানা প্রাচীর নির্মাণ করেছি।এমপি মহোদয়ের সহযোগিতায় প্রাথমিক স্কুল মাঠ ভরাট করে খেলার উপযোগী করে গড়ে তুলেছি।স্বাস্থ্য খাতে সাধারণ মানুষের কল্যাণের জন্য সার্বিক সহযোগিতা করে আসছি। আগামীতে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে বাকি উন্নয়ন কাজগুলো সম্পন্ন করবো ইনশাল্লাহ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ