নন্দীগ্রামে লাউ ও সিম গাছ কেটে ফেলা অভিযোগকারীর বিরুদ্ধে সত্যতা মিলেনি।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ১নং বুড়ইল
ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পেং হাজারকি পূর্বপাড়া গ্রামে মৃত জমির
উদ্দিনের ছেলে ইয়াসিন আলী তার নিজস্ব ২৫ শতক জমিতে লাউ ও সিমের
চাষ করেছে। গত ১০শে অক্টোবর শনিবার রাতে কে বা কাহারা বেশ কয়েকটি
লাউ ও সিম গাছ কেটে ফেলে। এবিষয়ে একই গ্রামের মৃত জুব্বার আলী
ছেলে হাফিজ উদ্দিনকে জড়িয়ে গাছ কেটে ফেলার অভিযোগ আনা হয়।
সরোজমিনে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি লাউ ও সিমগাছের গোড়া
কাটা। কিন্তু হাফিজ উদ্দিন কর্তৃক গাছগুলো কেটে ফেলার অভিযোগের
কোন সত্যতা মিলেনি। তবে এবিষয়ে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গরা বসে
কৃষক ইয়াছিন আলীর সবজি ক্ষেতের গাছগুলো কেটে ফেলায় দুঃখ প্রকাশ
করেন এবং প্রকৃত দোষী বা দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছেন।
গ্রামবাসীদের মধ্যে ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম, হযরত আলী, ফজলুর
রহমান, আফতাব আলীর সাথে কথা বললে তারা বলেন, যে ব্যক্তিই এধরনের কাজ
করে থাকুক না কেন এটি তার নোংড়া মনের পরিচয়। কিন্তু আমাদের
বিশ্বাস হাফিজ উদ্দিন এর সাথে জড়িত নয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ