পদ্মা সেতুর ৩৫তম স্প্যান বসছে কাল

বগুড়া নিউজ ২৪ঃ নদীতে নাব্যতা সংকটের কারণে পদ্মা সেতুর ৩৫তম স্প্যান বসানোর কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (৩০ অক্টোবর) মাওয়া প্রান্তের ৮ ও ৯ নম্বর খুঁটির ওপর পদ্মা সেতুর স্প্যানটি বসানোর কথা ছিল। ফলে ৩৫তম স্প্যান ‘টু-বি’ বসানো হবে শনিবার (৩১ অক্টোবর)।
প্রকৌশলীরা জানান, যে স্থানে স্প্যান বসানো হবে সেখানে পানির গভীরতা অনেক কম। যার ফলে স্প্যানবাহী ভাসমান ক্রেনটি সেখানে পৌঁছানো সম্ভব হবে না। আপাতত সেখানে ড্রেজিং করে নাব্য বাড়ানোর কাজ চলছে। তবে নির্দিষ্টভাবে জানাননি কখন বসানো হবে ৩৫তম স্প্যানটি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মুন্সিগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে শনিবার সকাল ৯টায় ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটিকে বহন করে নিয়ে যাবে ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’। এখানে নোঙর করার কাজটি খুবই সতর্কতার সঙ্গে করতে হয়। এজন্য পদ্মানদীতে অনুকূল আবহাওয়া থাকা জরুরি।
চলতি অক্টোবর মাসেই বসানো হয়েছে ৩টি স্প্যান। মোট বসানো হয়েছে ৩৪টি স্প্যান। আর বাকি ৭টি স্প্যান বসানোর কাজ। মনে করা হচ্ছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানোর কাজ শেষ হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ